নানার বাড়ীতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃরাউজানে নানার বাড়ীতে বেড়াতে এসে সর্তা খালের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। খালের পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুর নাম তানভীর হোসেন ( ৭)। সেই ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের শান্তির হাট আমতলা গ্রামের মোঃ আকতার হোসেনের মেঝ ছেলে।
১৩ জুন রোববার দুপুর ২টার দিকে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ সর্তা এলাকায় তাঁরা মিয়া মেম্বারের বাড়ীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু তানভীরের মামা মোহাম্মদ আলী জানান, তানভীর আমার চাচাতো বোন ইয়াসমিনের ছেলে। সেই মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে নানার বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলা করছে। খেলার এক ফাঁকে নানা বাড়ির পাশের থাকা সর্তা খালের পানিতে গোসল করতে নেমে পানির শ্রোতে ডুবে যায় তানভীর। এ সময় সাথে গোসল করতে যাওয়া অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকা শোকের ছায়া নেমে আসে। জানা যায়, দুই ভাই বোনের মধ্যে সে সবার ছোট।