উখিয়ায় গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা

কায়সার হামিদ মানিক,উখিয়া।

কক্সবাজারের উখিয়া উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ রাস্তায় বালি ও মাটিবর্তী দুই শতাধিক ডাম্পার চলাচল ও অল্প বৃষ্টিতে বেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে। উখিয়া হরিণমারা রাস্তা, ডাক বাংলো দরগাহবিল হাতিমোড়া সড়কের অবস্থা নাজুক। কতিপয় অসৎ পুলিশের চাদাবাজিতে বেপরোয়া হয়ে ডাম্পার চালকরা উখিয়ার অর্ধ শতাধিক কাচা রাস্তায় গর্ত সৃষ্টি করে সাধারণ যানবাহন চালাচ্ছে। এ অবস্থার কারণে জন চলাচল অযোগ্য হয়ে পড়েছে।

সোনারপাড়া, পালংখালীর ইউপির তেলখোলা, গয়ালমারা, চাকবৈঠা, কুতুপালং, হাজিরপাড়া, রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক।

সরেজমিনে ঘুরে এ তথ্য মিলছে। উখিয়ার ট্রাফিক পুলিশের টিআই আশরাফ কতিপয় সাংবাদিক নামদারি টাউট বাটপারদের মাসিক চাদা দিয়ে থাকে বলে জানালেন ট্রাফিক পুলিশের সার্জেন রফিক। ঘূর্ণী ঝড় ইয়াস ও ভারি বর্ষণের কারণে হরিণমারা রাস্তা দিয়ে লোকজন চলাচল করতে পারছেনা। প্রায় ১০ হাজার মানুষের চলাচলের রাস্তা ডাম্পার চালকরা নষ্ট করে দেয়ায় পায়ে হেটে উখিয়া হাট বাজারে আসতে হচ্ছে বলে জানা গেছে। পাহাড় কাটা ও মাটিবর্তী ডাম্পার গুলো থেকে বন বিভাগের কতিপয় অসাধু কতিপয় কর্মকর্তাও ঘুষ বানিজ্যের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, পাহাড় কাটা ও বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জনবল সঙ্কটের কারণে ঠিক সময়ে মাটি ও বালু ভর্তি ডাম্পার গুলো ধরা যাচ্ছে না।