দুই দিন ধরে অবরুদ্ধ ডাবুয়ার একটি পরিবার

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া রওশন গোমস্তার বাড়ীর বাসিন্দ্বা আলহাজ¦ আবদুল ছালামের বসত ঘরের পাশে আবদুল ছালাম ও আবদুল ছালামের পরিবারের সদস্যদের চলাচলের পথ বাশের খুটি পুতেঁ ঘেরা ও দিয়ে বন্দ্ব করে দিয়েছে প্রতিবেশী প্রবাস ফেরৎ সোহেল । আবদুল ছালামের বসত ঘর ঘেরা ও দিয়ে অবরুদ্ব করে রাখায় আবদুল ছালাম ও তার পরিবারের সদস্যরা নিজ ঘরে বন্দ্বীবস্থায় জীবন যাপন করছেন । আবদুল ছালাম ও তার পরিবারের সদস্যরা প্রতিবেশী প্রবাস ফেরৎ সোহেলের দেওয়া ঘেরা দেওয়ার পর তার বসত ঘরের দক্ষিন পাশে বাসিন্দ্বাদের বসত ভিটার উপর দিয়ে জরুরি কাজে চলাচল করছে বলে অভিযোগ করে আলহাজ¦ আবদুল ছালাম । আলহাজ¦ আবদুল ছালাম অভিযোগ করে বলেন, আমার চাচাত ভাই মৃত আবুল কাসেম ও আমার বসতঘর পাশাপাশি । কয়েক যুগ ধরে দু পরিবারের সদস্যরা বসতঘরের সামনে দিয়ে চলাচল করে আসছি । গত দুদিন র্পুবে হঠাৎ আমার চাচাত ভাই মৃত আবুল কাসেমের পুত্র প্রবাস ফেরৎ সোহেল ভাড়া করা লোকজন নিয়ে আমার বসতঘর, কাচাঁরী ঘর, গোয়াল ঘর ঘেষে আমার পরিবারের চলাচলের পথ বন্দ্ব করে দিয়ে বাশের খুটি পুতে ঘেরা ও দিয়ে আমার পরিবারকে অবরুদ্ব করে রাখে । বিষয়টি ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবদুর রহমান চৌধুরীকে জানানো হলে, আলহাজ¦ আবদুর রহমান চৌধুরী ইউনিয়ন পরিষদের লিখিত অভিযোগ করতে বলে জানান আলহাজ¦ আবদুল ছালাম । এব্যাপারে প্রবাস ফেরৎ সোহেলকে ফোন করে জানতে চাইলে, প্রবাসী সোহেল বলেন, আবদুল ছালাম ও তার পরিবারের সদস্যরা আমার জায়গার উপর দিয়ে চলাচল করতো । আমার জায়গা আমি ঘেরা ও দিয়েছি । এ ব্যাপারে ইউপি মেম্বার শীতল শীল বলেন, বিষয়টি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরীর কাছে জানানো হয়েছে, চেয়ারম্যান আবদুল ছালাম এর বসতঘরের পাশে দেওয়া ঘেরা ও তুলে দিয়ে দু পরিবারের মধ্যে সমঝোতা করে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ।