বিশ্বশ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীর্ষক গ্রন্থের প্রকাশনা সম্পন্ন

‘বিশ্বশ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেছেন, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কালজয়ী নাম। এই নাম বিশ্ব ইতিহাসে পরিচিত। হাজার বছরের বাঙালি জাতীকে স্বাধীনতার মাধ্যমে মুক্তির ঠিকানা দিয়েছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমিক নেতা বিশ্ব ইতিহাসে বিরল। তাঁর ত্যাগ ও অসীম সাহষিকতার কারনে তিনি বঙ্গ দেশের নামজড়িত বঙ্গবন্ধু হতে পেরেছন। ৭ জুন ২০২১ সোমবার সন্ধ্যায় বিশিষ্ট ইতিহাসবেত্তা সিএইচআরসির সভাপতি সোহেল ফখরুদ-দীনের সম্পাদনায় ‘বিশ্বশ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ঐতিহাসিক স্মারক গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান সিএইচআরসির সাধারন সম্পাদক লেখক গবেষক মোহাম্মদ আবদুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিঃ এর পরিচালক লায়ন হাকিম আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক এম এ মারুপ, শেখ মোহাম্মদ মনসুর, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, সাংবাদিক এ.কে.এম আবু ইউসুফ, লেখক ও গবেষক গ্রন্থটির সম্পাদক সোহেল মো. ফখরুদ-দীন প্রমুখ।