বাংলাদেশকে করোনার জরুরি সরঞ্জাম প্রদানে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে স্বাগত জানালো অস্ট্রেলিয়া

সোমবার যুক্তরাষ্ট্র দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশি জনগণের জীবন রক্ষায় ও জরুরি স্বাস্থ্য চাহিদা পূরণে সহায়তা করতে এবং করোনাভাইরাসের বিস্তার রোধে জরুরি চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এক টুইটে লিখেছিলেনঃ
ইউএসএআইডি বিমানে করে বাংলাদেশে জরুরি করোনা সামগ্রী সরবরাহ করেছে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৮৪ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা প্রদান করেছে এবং এই সংকট শেষ না হওয়া পর্যন্ত আমরা দুই দেশ একসাথে মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।

রাষ্ট্রদূত মিলারের ওই টুইট রিটুইট করে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশন লিখেছেঃ
যুক্তরাষ্ট্র থেকে দারুণ খবর এসেছে। করোনা মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের এই সমর্থন করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে ব্যাপক সহায়তা করবে।