এলাকাবাসীর দূভাগ্য লাগবের জন্য চন্দনাইশে স্ব-উদ্যোগে ব্রিজ নির্মাণ

চন্দনাইশ পৌরসভা দক্ষিণ গাছবাড়িয়া তালুকদার পাড়ায় বরুমতি খাল পারাপারের পূর্বের কাঠের ব্রিজটি এলাকাবাসীর প্রয়োজনে নিজস্ব অর্থায়নে সম্প্রতি নির্মাণ কাজের উদ্বোধন করেন তালুকদার পাড়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম হিরু। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ লোকমান হাকিম, চন্দনাইশ পৌরসভা এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আজম খান, মাওলানা আবু বক্কর ছিদ্দিকী, মাঈন উদ্দিন বাপ্পি, ফরিদ উদ্দিন চৌধুরী, শহিদুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সালাম, সেলিম উদ্দিন, আবুল কালাম, মুহাম্মদ আলমগীর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় নেতৃবৃন্দ বলেন, বরুমতি খালের উপর ব্রিজ না থাকায় ৮ ও ৯নং ওয়ার্ডের এলাকাবাসীর দূভাগ্য নিত্যসঙ্গী ছিল। চিকিৎসা, কৃষি পন্য আদান প্রদান, শিক্ষার্থীদের যাতায়ত সহ নানা রকম সমস্যার সম্মুখিন হতে হয়। এই পর্যন্ত সরকারের বিভিন্ন দপ্তরে দৌড়যাপের পরেও কোন সুরাহা না পেয়ে সাইফুল ইসলাম হিরু আর্থিক সহযোগিতায় ও এলাকাবাসীর অংশগ্রহণে জনসাধারণের দূভাগ্য লাগবের জন্য ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে।