কাপ্তাই সড়কে ঝুঁকিপূর্ণ গাছ ধসে পড়ে ক্ষতির আশংকা

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই। কাপ্তাই সড়কসহ উপজেলার বিভিন্ন এলাকায় বড়,বড় গাছ মারাত্বক ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে।

চলতি বর্ষা মৌসুমে যে কোন সময় মাটি ধসে এসব গাছ পড়ে জানমালের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এসব গাছে কেটে সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে স্থানীয় এলাকাবাসি।৷ জানা গেছে, কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় এবং কাপ্তাই-চটগ্রাম প্রধান সড়কের ওপর লগগেইট এলাকা হতে উপজেলা সদর বড়ইছড়ি পর্যন্ত বহু গাছের মাটি সরে গিয়ে শিকড় বের হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ঝুঁকি নিয়ে সড়কের নিচ দিয়ে চলাচল করছে কাপ্তাই -চটগ্রামের গণ পরিবহনসহ ব্যক্তিগত যানবাহন। চলতি বর্ষা মৌসুমে যান চলাচল অবস্থায় যেকোন সময় মাটি ধসে ঝু্ঁকিপূর্ণ গাছগুলো পড়ে জানমালের ক্ষতির আশঙ্কা করছে চালকরা। এছাড়া কাপ্তাইয়ের লগগেইট, ঢাকাইয়া কলোনী, বারঘোনা, শীলছড়িতে ঝুঁকিপূর্ণ গাছের নীচে অনেকে বসবাস করছে । কাপ্তাইয়ের আটো রিকশাচালক সমিতির সম্পাদক মোঃ ইমান আলী জানান,তারা কাপ্তাই -চটগ্রাম সড়ক দিয়ে প্রতিদিন গাড়ি চালাই অনেক ভয়ের মধ্যে। বিশেষ করে কাপ্তাই লগগেইট এলাকায় বেশ কয়েকটি গাছ রয়েছে,যেগুলোর গোড়ায় একেবারেই মাটি নেই। ঝুঁকিপূর্ণ ভাবে এসব গাছ হেলে পড়েছে। এই গাছগুলো বনবিভাগ চিহ্নিত করে অপসারণ না করলে যে কোন সময় সড়কে গাছ পড়ে প্রাণহানীর মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে।গত বর্ষা মৌসুমেও সড়কের ওপর গাছ পরে সকল ধরনের যান চলাচন বন্ধ হয়ে যায়। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিল উল রহমানের নিকট ঝুঁকিপূর্ণ গাছের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে বিভাগীয় কর্মকর্তাগণ দেখে কার্যকর ব্যবস্থা নিবে বলে জানান। এব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন,বন বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে।দ্রুতই ঝুঁকিপূর্ণ গাছগুলো সরিয়ে নিবেন তারা।