পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ঘরবাড়ী, ব্যবসা প্রতিষ্টান নির্মান

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ এরশাদ সরকারের শাসন আমলে হালদা নদীর সাথে সংযুক্ত রাউজানের পশ্চিম বিনাজুরী জামতল এলাকায় সোনাইর খালের মুখে ও কাগতিয়া দেওয়ান আলী সেতুর পশ্চিম পাশে কাগতিয়া খালের মুখে সুইচ গেইট নির্মান করা হয় । পানি উন্নয়ন বোর্ডের নির্মান করা সুইচ গেইট নির্মান করার পর সুইচ গেইট রক্ষনাবেক্ষন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী থাকার জন্য সেমি পাকাঘর নির্মান করা হয় । সেমি পাকাঘরের পাশে বিপুল পরিমান জমি অধিগ্রহন করেন পানি উন্নয়ন বোর্ড । পরবর্তী পানি উন্নয়ন বোর্ডের নির্মান করা ঘর ছেড়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীরা চলে যায় । পানি উন্নয়ন বোর্ডের নির্মান করা ঘর ও বিপুল পরিমান জমি জবর দখল করে রাউজানের পশ্চিম বিনজিুরী জামতল এলাকায় শতাধিক পরিবার গড়ে তোলেছে বসতঘর, এলাকার প্রভাবশালী কয়েকজন ব্যক্তি গড়ে তোলেছে ব্যবসা প্রতিষ্টান । রাউজানের কাগতিয়া দেওয়ান আলী সেতুর পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ডের নির্মান করা ঘরের পাশে কক্সবাজার জেলার চকরিয়া এলাকার দিনমজুর সাহাবুউদ্দিন তার স্ত্রী মনোয়ারা বেগম, আধার মানিক এলাকার সাহআলম তার স্ত্রী হাসিনা বেগম টিনের ছাউনি ও টিনের বেড়া দিয়ে ঘর নির্মান করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন গত ১০ বৎসর ধরে। কাগতিয়ায় পানি উন্নয়ন বোর্ডের বিপুল পরিমান জমি জবর দখল করে আরো কয়েকটি ঘর নির্মান করেছেন প্রভাবশালী কয়েকজন ব্যক্তি । পানি উন্নয়ন বোর্ডের নির্মান করা ঘরের পাশে টিনের ঘর ঘর নির্মান করে বসবাস কারী চকরিয়ার মনোয়ারা বেগম বলেন, পরিবার পরিজন নিয়ে আমি ও হাসিনা বসবাস করি। পনি উন্নয়ন বোর্ডের জমিতে । কাউকে ভাড়া দেয়নি। বাহাদুর, কালু, নাসির নামের ব্যক্তিরা এসে আমাদের ঘরে তালা লাগিয়ে দিয়েছে কয়েকবার । পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে ফোন করে জানালে তারা এসে ঘরের তালা খুলে দেয় । এলাকার বাসিন্দা বাহাদুর ও নাসির, কালু আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ঘর ব্যবহার করতে দেয়না । বাহাদুর নাসির, কালু আবদুল হালিম নামের এক ব্যক্তির কাছে পানি উন্নয়ন বোর্ডের জমি বিক্রয় করে দেয় । আবদুল হালিম পানি উন্নয়ন বোর্ডের জমি ক্রয় করে জমিতে মাটি ভরাট করার কাজ শুরু করলে বিষয়টি ফোন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে জানালে তারা এসে পানি উন্নয়ন বোর্ডের জমিতে মাটি ভরাট কাজে বাধা প্রদান করে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বহাদ্দার হাট অফিসের উপ সহকারী অমিত মজুমদারকে ফোন করে জানতে চাইলে, উপ সহকারী অমিত মজুমদার বলেন, আমারা পানি উন্নয়ন বোর্ডের নির্মান করা সুইচ গেইট গুলো রক্ষনাবেক্ষন খোলা ও বন্দ্ব করার দায়িত্ব পালন করি । পানি উন্নয়ন বোর্ডের জমি দেখশুনার দায়িত্ব পালন করে পানি উন্নয়ন বোর্ডের আর এক দপ্তর।