কুকুর থেকে মানব শরীরে করোনাভাইরাস!

মালয়েশিয়ায় একটি শিশুর শরীরে একটি নতুন করোনা ভাইরাস বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। তাদের ধারণা তা এসেছে কুকুর থেকে। ওই শিশুটিকে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় মালয়েশিয়ার এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ২০১৮ সালে। যদি নিশ্চিত হয় যে, এটা হিউম্যান প্যাথোজেন বা মানব শরীরকে আক্রমণকারী জীবাণু তাহলে এটা হবে অষ্টম করোনা ভাইরাস এবং কুকুর থেকে আসা প্রথম করোনা ভাইরাস, যা মানব শরীরে রোগ সৃষ্টি করতে পারে। এ খবর দিয়ে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এই ভাইরাসটি মানুষের জন্য মারাত্মক কোনো ক্ষতির কারণ কিনা সে বিষয়ে সুস্পষ্ট কোন তথ্যপ্রমাণ পাওয়া যায়নি বলে বলছেন গবেষকরা। তাদের গবেষণায় ওই শিশুটির ভাইরাস সংক্রমণ থেকে নিউমোনিয়া হয়েছে এমন কোনো তথ্যপ্রমাণও পাওয়া যায়নি। আবার বলা হয়েছে, এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার সক্ষমতা নাও রাখতে পারে। এ গবেষণার তথ্য বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজেস জার্নালে।
এতে ভাইরাস নিয়ে আরো গবেষণার প্রয়োজন বলে মত দেয়া হয়েছে। বলা হয়েছে, ভাইরাস জীবজন্তুর শরীর থেকে মানবদেহে ছড়িয়ে পড়তে পারে। ডিউক ইউনিভার্সিটির সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. গ্রেগরি গ্রে বলেছেন, আমার মতে এখানে মূল বার্তাটি হলো এসব ভাইরাস সারাবিশ্বেই সম্ভবত বিস্তার ঘটছে, যেখানেই মানুষ পশুর সংস্পর্শে আসে, সেখানেই এই ঘটনা ঘটে। এসব বিষয়ে আমাদের নজর দেয়ার প্রয়োজন। যদি এই সংক্রমণের বিষয়টি আমরা আগেভাগে শনাক্ত করতে পারি তাহলে একটি মহামারির আগেই এর সমাধান করা সম্ভব হবে।