কাপ্তাইয়ে কৃষকের পাকা ধান কেটে দিল কৃষক লীগের নেতাকর্মীরা

কাপ্তাই প্রতিনিধি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি সমীর চন্দের নির্দেশে এবং রাঙামাটির সাংসদের সার্বিক দিক-নির্দেশনায় কাপ্তাই উপজেলার প্রত্যন্ত এলাকায় শনিবার (১ মে’) কৃষকের পাকা ধান কেটে দিল রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা।

ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগানের তনচংগা পাড়া এলাকায় উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক সুধীর তালুকদারের জমির পাকা ধান কেটে দিয়ে সাহায্য করে কৃষকলীগের নেতাকর্মীরা। এই ধান কাটা কার্যক্রমে রাঙামাটি জেলা কৃষক লীগের সভাপতি মোঃ জাহেদ আক্তার, সিনিয়র সহ-সভাপতি শান্তনা চাকমা, নিশিথ বরণ তালুকদার, যুগ্ন সম্পাদক মোজাম্মেল হোসেন স্বপন, প্রচার প্রকাশনা সম্পাদক অরুন ধর, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক সুবর্ণ ভট্টাচার্য, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সুধীর তালুকদার, সহ-সভপতি সুব্রত বিকাশ তনচংগা, যুগ্ন সম্পাদক আবু তালেব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শম্ভু বিশ্বাস, সমবায় সম্পাদক মোঃ আলম, সদস্য মোঃ ঈদ্রিজ আলী, চন্দ্রঘোনা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আক্তার হোসেন, রাইখালী ইউনিয়ন সভাপতি মোঃ জাকারিয়া, ওয়াগ্গা ইউনিয়ন সম্পাদক সাধন তনচংগ্যাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত থেকে ধান কাটা কার্যক্রমে অংশ নেয়। রাঙামাটি জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জাহেদ আক্তার জানান, দুর্যোগ ও দুঃসময়ে সবসময় কৃষকের পাশে কৃষকলীগ ছিল এবং সবসময় থাকবে। কৃষকরা যাতে তাদের জমির ধান কাটা নিয়ে বিপাকে না পড়ে, সেজন্য কৃষকলীগের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগীতা করা হবে।