সন্ধ্যামালতি বইটি ভীষণ সুখপাঠ্য

সাংস্কৃতিক কর্মী ইমরান:
সন্ধ্যামালতি বই পড়ে মুগ্ধ হয়ে ফেসবুকে প্রতিকিয়া জানিয়েন চবির সাবেক শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী আল ইমরান। সন্ধ্যামালতি বই নিয়ে তিনি তার ফেসবুক ওয়ালে লিখেছেন,
‘একটা বই তখনই সার্থক হয়ে ওঠে যখন সে লেখার সাথে পাঠক একাত্ম হতে পারে।
সন্ধ্যামালতি ঠিক তেমনই একটি বই। এগারটি ছোট গল্পে সাজানো এই বই। বইটির আরেকটি বিষয় আমাকে মুগ্ধ করেছে তা হল বইটি ভীষণ সুখপাঠ্য।
প্রতিটি চরিত্রই যেন আমি বা আমার আশেপাশের কেউ। আমাদের সমাজেরই কোন না কোন চরিত্র।
“গল্পের পেছনের গল্প” এই শিরোনামের গল্প টা পড়ে ভেতরে ভেতরে প্রচন্ডরকম একটা ধাক্কা খেয়েছি। আমরা আসলে তাই দেখি, তাই জানি, তাই বিশ্বাস করি যা আমাদের দেখানো হয়, জানানো হয়, কিংবা বলা হয়। অথচ সত্য টা যে আরও কত গভীর, কতটা গূঢ়-রূঢ় সেটা আমরা খুব নেহাতই জানতে পারি।
“বাবার ডায়েরি” গল্পটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লিখা। গল্পের শেষ দুটি লাইন একটু বলি – “এমন সহজ-সরল মানুষের করুণ মৃত্যুর কাহিনি নিজ; হাতে লিখতে পারি নি। তাই এই ডায়েরিটি আজও অসমাপ্ত।” অনেক সময়ই সামাপ্তি মানেই পূর্ণতা নয়, কিছু কিছু অসমাপ্ত ঘটনাই অনেক বেশি অর্থবহ। আমাদের জীবনেও এমন অনেক ঘটনা অাছে যাকে আমরা অসমাপ্ত রাখতে চাই, বা সেরকম করে ভাবতে চাই.. এই গল্পটি পড়ে সেই অনুভূতিই হয়েছে।
শেষ আলিঙ্গন – এই গল্পটিও অসাধারণ। শেষ আলিঙ্গন পড়তে গিয়ে বারবারই রানা প্লাজা ট্রাজেডির একটি ছবির কথা মনে পড়েছিল.. “A Final Embrace” তখন পেপারে বা টিভিতে ছবিটা দেখে অনেকদিন ঘোরের মধ্যে ছিলাম। অনেকদিন পর আবার সেই অনুভূতি টা পেলাম।
শাড়ি – এ গল্পটিও ভীষণ ভালো লেগেছে, যে কারো বোধের দরজায় কড়া নাড়বে এ গল্পটি।
গল্পটির শেষে এমন একটা বার্তা পাবেন – যে মানুষের তার দেশের প্রতি, তার সংস্কৃতির প্রতি ভালোবাসা নেই সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। এ কথাটি আমি সবসময়ই বলি।
বইয়ের ১১ টি গল্প সবগুলোই সুন্দর, সবগুলো চরিত্রই জীবন্ত, আমাদের সমাজের মুখচ্ছবি যেন।
একজন লেখকের এই গুনটি আমাকে ভীষণভাবে চমকিত করে, সহজ ও সাবলীল ভাষায় সুন্দর বর্ণনা। আর লেখক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী ভাইয়ার লেখার এ দিকটি আমার বরাবরই পছন্দ।
আপনার জন্য সবসময়ই শুভকামনা ভাইয়া। ভবিষ্যতে আরও বহুমাত্রিক বই চাই।’
 উল্লেখ্য, বইটি সংগ্রহ করতে বাংলাদেশের যে কোন জেলা থেকে কল করুন…
(অনিন্দ্য প্রকাশ) 01571119666
রকমারি) 01519521971 অথবা 16297
(বইবাজার) 16705 হটলাইনঃ 09611262020
(বুক লাইট বিডি) 01400400400
(অথবা ডট কম) 09613-800800
(দূরবীন) 01307452110
(বুক এক্সপ্রেস) 01614321421 অথবা 01932403982
(বইপোকা) 01784304427 অথবা  01784304428
(বাংলা বই) 01775871340
(শব্দালয়) 01935981535
(ইত্যাদি শপ) 01700769631
(আল-আদিলস্ ডটকম) 0174 83833
এছাড় নিচের লিংকে ক্লিক করলেই অর্ডার করা যাবে