রাউজানে কম্বাইন হারভেস্টর দিয়ে ধান কেটে দিলেন ফজলে করিম

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কেটে দিলে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল দুপুর সাড়ে ১২টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভুর্তুকী মূলে কৃষক পর্যায়ে সরবরাহকৃত কম্বাইন হারভেস্টার দ্বারা বোরো শস্য কর্তন কর্মসূচীর উদ্বোধন শেষে চালকের আসনে বসে ১৯০ কানি জমির ধান কেটে দেন তিনি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ, ইউপি চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, ওসি আবদুল্লাহ আল হারুন প্রমূখ। সংশ্লিষ্ট সূত্র মতে, এবার বোরো মৌসুমে রাউজাানে ৫৪০ হেক্টর জমিতে হাইব্রীড এবং ৪২১০ হেক্টর জমিতে উফসি ধানের চাষ করা হয়। এসব ধান কাটার জন্য ২৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের একটি কম্বাইন্ড হারভেস্টর ধান কাটার মেশিন ক্রয় কর হয়েছে। কম্বাইন্ড হারভেস্টর ধান কাটার মেশিনটি ক্রয়ের জন্য কৃষক বিশুর কাছ থেকে নেওয়া হয়েছে ১২ লাক্ষ টাকা। অবশিষ্ট ১২ লক্ষ ৫০ হাজার টাকা ভুর্তকি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী কৃষকদের উদ্দেম্যে বলেন, রাউজানে এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। জমির মালিকরা যদি চাষাবাদ না করে খালি রাখে, তোমরা চাষাবাদ করে ফেলবে। চাষাবাদ নিশ্চিত করতে জমির মালিক কে সেটা না দেখে যেখানে খালি জমি সেখানে চাষাবাদ করার জন্য উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান তিনি।