কৃষক বিশু পেলেন ধান কাটার মেশিন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার পুর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক এলাকার কৃষক পিযুষ কন্তি চৌধুরী বিশু বিপুল পরিমান জমিতে আমন ধান ও বোরো ধানের চাষাবাদ করেন । কৃষক বিশু আমন ধান ও বোরো ধানের চাষাবাদে প্রতিনিয়ত ২৫ জন শ্রমিক কাজ করেন । কৃষক বিশু এবারে ৩২ একর জমিতে বোরো ধানের চাষাবাদ করেন । বোরো ধান পাকার পর কৃষক বিশু তার জমি থেকে পাকা বোরো ধান কাটার প্রস্তুতি নিয়েছে । পাকা বোরো ধান কাটার শুরুতেই রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহায়তায় পেলেন কম্বাইড কারবার্টাও ধান কাটার মেশিন । কম্বাইড কারর্বাটার ধান কাটর মেশিনটি দিয়ে ১ঘন্টায় ১ একর জমির ধান কাটতে পারবে বলে জানান রাউজান উপজেলা কৃষি অফিসার সাব্বির আহম্মদ । কম্বাইড কারর্বাটার ধান কাটার মেশিনটি দিয়েধান কাটার সময়ে ধান কাটার সাথে সাথে ধান ঘাষ থেকে পৃথক হয়ে বস্তা ভর্তি হবে । অপরদিকে ধান গাছ আলাদা হয়ে যাবে । কম্বাইড কারর্বাটার ধান কাটার মেশিনটির মুল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা । কম্বাইড কারর্বাটার ধান কাটার মেশিনটি ক্রয়ে কৃষক বিশুর কাছ থেকে নেওয়া হয়েছে ১২ লাখ টাকা । অবশিষ্ট ১২ লাখ ৫০ হাজার টাকা ভুর্তকি দিয়েছে কৃষি মন্ত্রনালয় । গতকাল ২৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে কৃষক বিশুর হাতে কম্বাইড কারর্বাটার ধান কাটার মেশিনটির চাবী তুলে দেয় রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা কৃষি অফিসার সাব্বির আহম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু । কম্বাইড কারর্বাটার ধান কাটার মেশিনটি দিয়ে কৃষক বিশু তার চাষাবাদের জমির ধান কটার পর অনান্য কৃষকের জমির ধান ও কাটতে পারবে ।