ছোট মেরুং দিঘীনালায় অবস্থিত ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়কের দায়িত্বে চন্দন দেবনাথ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক চন্দন দেবনাথ ৩ আনসার ব্যাটালিয়ন ছোট মেরুং দিঘীনালা খাগড়াছড়িতে অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহন।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নে দীর্ঘ ৪ বছর ৫ মাস সফলতার সহিত দায়িত্ব পালন শেষে নিজ বাহিনীতে পদোন্নতি পেয়ে ফিরে আসেন।
গত ১৫ই সেপ্টেম্বর তিনি র‍্যাব থেকে প্রত্যাবর্তন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খিলগাঁও সদর দপ্তরে যোগদান করেন।

পরবর্তীতে সদর দপ্তর থেকে ৩ আনসার ব্যাটালিয়ন ছোট মেরুং দিঘীনালা খাগড়াছড়িতে অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে চন্দন দেবনাথ বলেন র‍্যাব- ৭ চট্টগ্রাম ও র‍্যাব-১৪, ময়মনসিংহের- চট্টগ্রাম, ভৈরব, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার মেহনতি মানুষ ও সাংবাদিকদের কাছে ভালোবাসা পেয়েছি।
কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সাধারন মানুষকে সাহায্য করেছি। একইভাবে পার্বত্য এলাকা খাগড়াছড়িতেও মেহনতি মানুষের নিরাপত্তায় কাজ করতে চাই। এ অঞ্চলের মানুষের সুখে সুখ। সারাজীবন এভাবেই মেহনতি মানুষকে ভালোবেসে যেতে চাই।
আপনাদের ভালোবাসায় এই নেতৃত্ব অনেক দূর এগিয়ে নিয়ে যাবো, এ প্রত্যাশাই করছি।