‘‘সুস্থ-সুন্দর দেশ গড়তে ব্যাপক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই’’

পমা’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে বক্তারা বলেন, সুস্থ-সুন্দর দেশ গড়তে ব্যাপক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই।

পরিবেশ মানবাধিকার আন্দোলন-পমা’র বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ এর উদ্বোধনকালে বক্তারা বলেছেন, সুস্থ-সুন্দর দেশ ও বিশ্ব গড়তে সুস্থ পরিবেশের বিকল্প নেই। আর এজন্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি সুবিচার এবং সবধরনের দূষণ প্রতিরোধের পাশাপাশি ব্যাপক হারে বৃক্ষরোপণ জরুরি। জীবনকে নিরাপদ রাখতে চাইলে এ ব্যাপারে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের পাশাপাশি দেশের সব সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যাও করতে হবে। ব্যাপক হারে বৃক্ষরোপণ ও পরিচর্যা হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
আজ (২১ আগস্ট, শুক্রবার) বেলা ১১টায় নগরীর হালিশহর হাউজিং এস্টেট মাঠের (বিডিআর মাঠ) চারপাশে বৃক্ষরোপণের মাধ্যমে পমা’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পমা’র সিনিয়র সহ-সভাপতি প্রাবন্ধিক ও গবেষক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে কয়েকটি ফলদবৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি-হাফুস সভাপতি ফরিদ আহমেদ বাবু। পমা’র সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি এ কে জাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমরুল কায়েস, রাজনীতিক রেজাউল করিম ভূট্টো, কলামিস্ট মো. দিদারুল আলম, যুগ্মসম্পাদক রেজাউল করিম বাবলু, সাংস্কৃতিক সংগঠক আবুল কালাম, মাহমুদুর রহমান ও চঞ্চল মাহমুদ। উল্লেখ্য, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পরিবেশ মানবাধিকার আন্দোলন-পমা চট্টগ্রাম মহানগরসহ সারাদেশে ফলদ, ঔষধিসহ বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করবে। এই কর্মযজ্ঞের উদ্বোধন করে গতকাল হালিশহর বিডিআর মাঠে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।