ওমানের বুকে অসহায় প্রবাসীদের সেবায় “চট্টগ্রাম সমিতি ওমান”

ওমান প্রতিনিধিঃ

“চট্টগ্রাম সমিতি ওমান” সংগঠনটি ওমানের বুকে অসহায় প্রবাসীদের সেবায় পাশে থাকা একমাত্র সংগঠন ।
বিশ্ব মহামারী করোনা কালীন সময়ে ওমানে বসবাসরত কর্মহীন অসহায় প্রবাসীদের মাঝে সমিতির সাধ্য অনুযায়ী ওমানের বিভিন্ন এলাকার তালিকা করে সমিতির পক্ষ থেকে এ পর্যন্ত ১৮০০ জনকে ত্রাণ সামগ্রী উপহার দেয়া হয়েছে, যা এখনও চলমান রয়েছে। আবার অনেক সদস্যগণ সমিতির সভাপতির অনুরোধে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন বলেও জানা গেছে। অতীতের ন্যায় এই দুর্যোগে সমিতির যে সকল সদস্যগন, শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি এনআরবি সিআইপি এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন চৌধুরী সিআইপি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ওমান প্রবাসী শিল্পী মো.নিজাম উদ্দীন

সম্প্রতি চট্টগ্রাম সমিতি ওমানের কয়েকটি মানবিক কর্মকান্ডের অংশ বিশেষ সংযোজন করে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী মো.নিজাম উদ্দিনের কন্ঠে ওমানস্থ মাস্কাট হামেরিয়ায় অবস্থিত “উই ক্যান স্টুডিও” তে “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য “গানটি রেকর্ড করা হয়। বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারীর সন্তান ওমান প্রবাসী শিল্পী মো.নিজাম উদ্দীন। তিনি ওমানস্থ “বেটার লাইফ” ইলেট্রনিক্স কোম্পানীতে বর্তমানে সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। গানটির অডিও রেকডিং মাষ্টারিং এবং ভিডিও এডিটিং করা হয় ওমানস্থ “উই ক্যান স্টুডিও” তে।

https://www.youtube.com/watch?v=GC_LfzR1R4c