চিকিৎসকদের জন্য চট্টগ্রাম বিএমএ’র এসি ও মাস্ক

চট্টগ্রাম এর করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সুনিশ্চিত করার জন্য প্রয়োজন চিকিৎসকদের যথাযথ নিরাপত্তা সামগ্রী এবং পরিবেশ। এ লক্ষ্যে বিএমএ, চট্টগ্রাম শাখা শুরু থেকেই কাজ করে আসছে। চট্টগ্রামের কোভিড ডেডিকেটেড হাসপাতালে পিপিই এবং মস্ক সরবরাহ করার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও পিপিই সরবরাহ করা হয়। তবে পিপিই পরিহিত অবস্থায় নন-এসি রুমে ডিউটি করা নিতান্তই কষ্টকর। তাই রোগীদের নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিতকরনে এবং চিকিৎসকদের কষ্ট লাঘব করার সুবিধার্থে চট্টগ্রামের স্বনামধন্য এস আলম গ্রুপের সহায়তায় বিএমএ, চট্টগ্রাম শাখার সাধারন সম্পাদক ডাঃ মোঃ ফয়সল ইকবাল চৌধুরী আজ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ইন্সটেলেশনের চার্জসহ এসি প্রদান করেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর আইসোলেশন ওয়ার্ড ও ফ্লু কর্নার এর জন্য ২টি ২টন এসি সহকারী পরিচালক ডাঃ সাজ্জাদ হোসেন এর কাছে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের চিকিৎসকদের ডিউটি রুমের জন্য ১টি ২টন এসি তত্ত্বাবধায়ক ডাঃ অসীম কুমার নাথ এর কাছে এবং বিআইটিআইডি এর করোনা ওয়ার্ডের চিকিৎসকদের ডিউটি রুমের জন্য ১টি ২টন এসি পরিচালক এর প্রতিনিধি এর কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ এর চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষার জন্য এনআরবিসি ব্যাংকের সহায়তায় ১০টি এন-৯৫ এবং ১০টি কেএন-৯৫ মাস্ক প্রদান করা হয়। একই সাথে বিআইটিআইডি এর চিকিৎসকদের সুরক্ষার জন্য ১০টি কেএন-৯৫ মাস্ক প্রদান করা হয়। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা নির্বিঘ্ন করার জন্য এবং চিকিৎসকদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করার জন্য বিএমএ, চট্টগ্রাম শাখা এর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সাধারন সম্পাদক ডাঃ মোঃ ফয়সল ইকবাল চৌধুরী মতামত ব্যক্ত করেন এবং উপরোক্ত এসিগুলোর জন্য তিনি এস আলম গ্রুপের জনাব আকিজ উদ্দিন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন