ঢাবিতে ছাত্র ধর্মঘটের ডাক

ডাকসু নির্বাচনে নানা অনিময়ের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট কালের ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

সোমবার (১১ মার্চ) দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই ধর্মঘটের ডাক দেয় বাম ছাত্র সংগঠনগুলো।

বাম ছাত্র সংগঠনগুলোর দুই জোট ‘প্রগতিশীল ছাত্র জোট’ ও ‘সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য’ থেকে এই ধর্মঘটের ডাকা হয়েছে। সংবাদ সম্মেলনে জোট নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

জোটের অন্যতম নেতা লিটন নন্দী সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রশাসনের সহায়তায় এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। বেশ কয়েকটি হলেই আগে তেকেই সিল মেরে রাখা ব্যালট পাওয়া গেছে। এছাড়া অন্য একাধিক হলে অনাবাসিক ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘এসব কারণে আমরা ঘৃণাভরে এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং পুনর্নিবাচনের দাবি জানাচ্ছি। এই দাবি না মানা পর্যন্ত আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট কাল ছাত্র ধর্মঘট চলবে।’

এসময় নির্বাচনে অংশ নেওয়া ‘স্বাধিকার স্বতন্ত্র পরিষদ’ এর পক্ষ থেকেও ধর্মঘটে সমর্থন জানানো হয়। জোটের জিএসপ্রার্থী আসিফুর রহমানও একই ঘোষণা দেন। তিনি বলেন, ‘আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হবে না।’

এর আগে, সোমবার সকাল থেকেই ডাকসুতে ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে উদ্ধার করা হয় আগে থেকেই সিল মেরে রাখা ব্যালট। এছাড়া জোটের বিভিন্ন প্রার্থীরা হামলার শিকার হন।