হ্নীলায় পরিত্যক্ত এক লাখ আশি হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পরিত্যক্ত এক লাখ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৮ ডিসেম্বর) ভোরে উদ্ধার করেছে বিজিবি। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক আছাদুদ জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হ্নীলা ইউপিস্থ মৌলভীবাজার উত্তর পাড়া দিয়ে ইয়াবার চালান প্রবেশ করতে পারে। এই সংবাদে বিশেষ টহলদল নিয়ে উক্ত স্থানের পরিত্যক্ত একটি ঘরে অবস্থান নেয়। পার্শবর্তী একটি সরু খালের মধ্যে পানির শব্দ শুনে টর্স লাইটের আলো জ্বালায়। দুইটি ব্যাগসহ কয়েকজন লোককে দেখা মাত্রই তারা অন্ধকারের সুযোগে ব্যাগ ফেলে পার্শবর্তী গ্রামে পালিয়ে যায়। পরে পাচারকারীর ফেলে যাওয়া ব্যাগগুলো তল্লাশি চালিয়ে পাঁচ কোটি চল্লিশ লাখ টাকার মূল্যের এক লাখ আশি হাজার ইয়াবা পাওয়া যায়।

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।