জ্ঞান ও প্রযুক্তির রপ্তানিকারক হতে চাই: নাহিদ

দেশকে উন্নত করতে হলে উচ্চশিক্ষায় বড় সার্টিফিকেট নেওয়ার মানসিকতা পরিহার করে শিক্ষাকে বাস্তব কাজে ব্যবহার করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সংলগ্ন অ্যালামনাই ফ্লোরে জাতীয় শোক দিবসের এক আলোচনায় এ কথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘স্মরণে শপথে ১৫ আগস্ট’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়ে এসে বড় সার্টিফিকেট নেওয়ার মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদেরকে। আজকের যুগে সে শিক্ষা নিতে হবে যে শিক্ষা বাস্তব কাজে ব্যবহার করা যায়। আমরা চিরকাল জ্ঞান আমদানি করে থাকি, এখনো করছি। কিন্তু আমরা সেখানে থাকতে চাই না। আমরা চাই জ্ঞান ও প্রযুক্তির রপ্তানিকারক হতে। সেভাবেই গড়ে তুলতে হবে নতুন প্রজন্মকে।