দুবাইতে আটকে থাকা ২৬২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দুবাইতে আটকে থাকা ২৬২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। তারা ভোর ৪টা ৩০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

আজ রোববার (৩১শে মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) তাহেরা খন্দকার জানান, বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ভোর ৪টা ৩০ মিনিটে ২৬২ নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

বিমান সূত্রে আরো জানা গেছে, গত ২রা মে ভারতের দিল্লিতে আটকেপড়া ১৫১ বাংলাদেশি নাগরিক বাংলাদেশ বিমানে করে দেশে ফেরেন। ৩রা মে সন্ধ্যায় মুম্বাই থেকে আসেন ১৫২ জন, একই দিন বিকেলে কলকাতা থেকে আসেন ৫৯ জন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট সোমবার (১লা জুন) থেকে সীমিত পরিসরে চালু হলেও আন্তর্জাতিক ফ্লাইট ১৫ই জুনের আগে চালু হচ্ছে না।