চিকিৎসার জন্য করোনা পজেটিভ মাকে নিয়ে ঢাকা গেছেন চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।
শনিবার (৩০ মে) বিকেলে ঢাকা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমি এবং আমার মা আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছি।
ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, আমার মা ডায়ালায়সিস রোগী। চট্টগ্রামে কোভিড রোগীর ডায়ালায়সিসের সুযোগ নেই। তাই এখানে আসতে হয়েছে।
আগে থেকেই অসুস্থ স্বাস্থ্য পরিচালকের মা রাজিয়া কবীর। দুইদিন পর পর তার ডায়ালাইসিস প্রয়োজন হতো। কিন্তু করোনা পজেটিভ রিপোর্ট আসার পর বিপাকে পড়তে হয় তাকে।
চট্টগ্রামের কোনো বেসরকারি হাসপাতাল ডায়ালাসিস করাতে রাজি না হওয়ায় তার দুটি ডায়ালাইসিস বাকি রয়ে যায়।