নেতা কর্মীদের মাঝে জসিম শিকদারের ঈদ উপহার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
নির্দেশে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, গত সংসদ নির্বাচনে
রাউজান থেকে বিএনপ্#ি৩৯;র মনোনীত প্রার্থী জসিম উদ্দিন সিকদার আজ ২০ মে
বুধবার নির্যাতনের শিকার নেতাকর্মী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ
প্রদান করেন।
এ সময় তিনি বলেন,বিএনপি হচ্ছে মাটি ও মানুষের দল তাই বিএনপি দুর্যোগের
সময় সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
দেশে না থাকলেও লন্ডন বসে বিএনপ্#ি৩৯;র নেতারা কোথায় কি করছেন তিনি দেখাশোনা
করছেন। রাউজানে রাজনৈতিক এত সমস্যার পরেও আমি সাধারণ মানুষের পাশে
দাঁড়িয়েছি। আমার সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি অসহায় মানুষকে সহযোগিতা
করেছি।যতদিন বেঁচে থাকব রাউজানের অসহায় মানুষ এবং নেতা-কর্মীদের পাশে
থাকবো। এসময় উপস্থিত ছিলেন কমেলেন্দু জসিম, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী
দলের সভাপতি শফিউল আলম চৌধূরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা