আনোয়ারায় বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকছে

আম্পানের প্রভাবে চট্টগ্রাম আনোয়ারায় বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকছে বলে খবর পাওয়া গেছে।

আনোয়ারা উপজেলা নির্বাহি অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, আনোয়ারায় বারআউলিয়া অংশে বেড়িবাঁধের কাজ কমপ্লিট হয়নি। ওই অংশ দিয়ে পানি ঢুকছে। তবে পানি এখনও লোকালয়ে আসেনি, কোনো ক্ষয়ক্ষতি নেই।

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা শেখ ফরিদ আহমেদ বলেন, সর্বশেষ তথ্যমতে চট্টগ্রাম উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ১০ থেকে ১৫ ফিট জলোচ্ছ্বাস হতে পারে।

এদিকে আম্পানের প্রভাবে চট্টগ্রামে কখনো গুঁড়ি গুঁড়ি কখনো বা মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে বয়ে চলেছে দমকা হাওয়া।