যতই দিন যাচ্ছে, ভয়াবহতার দিকে যাচ্ছে করোনা-পরিস্থিতি। আগামি ১৫ দিন বা ১ মাস পর পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে, কী আছে ললাটে আমরা কেউই জানি না।
ভেন্টিলেশন বা আইসিইউ সাপোর্ট কল্পনা, সরকারি-বেসরকারি হাসপাতালগুলোয় নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা এখনো স্বপ্নের মতো। তাই অত্যাসন্ন
পরিস্থিতি মোকাবিলায় এই মুহূর্তে সবচেয়ে দরকার আইসোলেশন-ব্যবস্থা।
এই নগরে একাধিক বাড়ির মালিক, কমিউনিটি সেন্টারের মালিক, শিল্পপতি, রিয়েল এস্টেট ব্যবসায়ীর কমতি নেই। এমনও অনেক ধনাঢ্য আছেন শতকোটি টাকাও যাদের কাছে হাতের ময়লা। তারাই হতে পারে করোনা-অন্ধকার হতে আলো উৎসারণের মহাশক্তি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দ্বিতীয় ত্রাতা।
তারা ইচ্ছে করলে একেকজন শ-দুশ আক্রান্ত মানুষকে তাদের পড়ে থাকা স্থাপনায় আইসোলেশনে রাখার ব্যবস্থা করে কালজয়ী হতে পারেন।
আমরা সবাই জানি, এটি একটি যুদ্ধ, স্মরণকালের সবচেয়ে বড় যুদ্ধ। কেউ সম্মুখে যুদ্ধ করবে, কেউ তাদের এগিয়ে দেবে, কেউ বা রশদ জোগাবে। সম্মিলিত, ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া এই যুদ্ধে জয়ী হওয়া কোনোভাবেই সম্ভব নয়।
তাই বলবো, প্লিজ আপনার সামর্থের সবটুকু ঢেলে দিন। আপনার আশপাশ যদি না বাঁচে, আপনিও বাঁচবেন না। অথবা বিরান জনপদে কী হবে আপনি বেঁচে।
দয়া করে স্বজন-প্রতিবেশিদের বাঁচান, নিজে বাঁচুন। আর এই মহৎ কাজটি আপনি নিরাপদ দূরত্বে থেকেও করতে পারেন। কেবল প্রয়োজন আপনার মানবিক শান, সদিচ্ছা…
আজাদ তালুকদার
সম্পাদক,
একুশে পত্রিকা