চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার শিক্ষা, সামাজিক উন্নয়নমূলক ও অরাজনৈতিক সংগঠন হৃদয়ে দিয়াকুল এর উদ্যোগে ১৯মে ৯টি মসজিদে প্রায় ২১জন ইতেকাফরত মুসল্লিদের মাঝে উপহার বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন হৃদয়ে দিয়াকুল এর উপদেষ্টা মোঃ আকিব হাসান, সভাপতি মোঃ সাইমুন, সহ শিক্ষা ও ক্রিড়া সম্পাদক মোঃ রাশেদ, সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ কার্যকরী সদস্য মোঃ জাহেদ ও জাকের হোসেন। সংগঠনের প্রতিনিধিরা প্রত্যেক মসজিদে ইত্তেফাকরত মুসল্লীদের কাছে উপহার পৌঁছেদেন। হৃদয়ে দিয়াকুল এর সভাপতি মোঃ সাইমুন বলেন দুনিয়াবী কর্ম ছেড়ে কেবল আল্লাহর নৈকট্য লাভের আশায় রমাদানের শেষ দশ দিন এবং লাইলাতুল কদর প্রাপ্তি ও অধিক সওয়াবের জন্য ইতেকাফে আছেন খোদা প্রেমিক যুবক ও বয়স্ক মুসল্লীরা। তাদের জন্য হৃদয়ে দিয়াকুল এর সমান্য উপহার বিতরণ। মানুষের প্রতি মানুষের বিশ্বাস আর ভালোবাসাই সবচেয়ে বড় অবলম্বন উল্লেখ করে সবাইকে নিজ নিজ জায়গা থেকে মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান।