চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৮৯ জনে দাঁড়ালো

চট্টগ্রামে আরও ৭৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৭৮৯ জনে দাঁড়ালো।

রোববার (১৭ মে) কক্সবাজার মেডিক্যাল কলেজ সহ চট্টগ্রামের তিনটি ল্যাব ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে বিআইটিআইডিতে ২৪৭টি, সিভাসুতে ৮৭টি, চমেকে ১৩০টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে ৩৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ৩৭ জন, চমেকে ৩০ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভাসুর ল্যাবে পরীক্ষা করা নমুনার মধ্যে ১২ জন পজেটিভ শনাক্ত হলেও তারা সকলেই অন্য জেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ল্যাবসহ চারটি ল্যাবে ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ৭৩ জনের।

তিনি আরও বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। এখনই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি না হলে এই সংক্রমণ কোনোভাবে কমানো সম্ভব নয়।