চট্টগ্রাম তরুণ লেখক সংসদ’র ইফতার ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

চট্টগ্রামের তরুণ লেখক সংসদের উদ্যোগে ইফতার ও মাসিক সাতিহ্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) নগরীর কাতালগঞ্জ আবাসিক এলাকায় সংগঠনের আহবায়ক ইমরান এমির সভাপতিত্বে সদস্য সচিব নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে স্বরচিত কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় অংশ নেন কথাকার আহমদ জসিম, কথাসাহিত্যিক তাপস চক্রবর্তী, মোস্তফা হায়দার, চট্টগ্রাম তরুণ লেখক সংসদের সাবেক সভাপতি ইলিয়াস বাবর, সাবেক সাধারণ সম্পাদক সনেট দেব, সাবেক সহসভাপতি আবু ওবাইদা আরাফাত, প্রকাশক-কবি মঈন ফারুক, কবি ও সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী, কবি ও সাংবাদিক আবদুল্লাহ মজুমদার, ছড়াকার বশির উল্লাহ সাইমুম, কবি শফিক মোরশেদ, শিশুসাহিত্যিক আল জাবিরী, আবু ইউসুফ সুমন, আরিফ মোর্শেদ, শওকত এয়াকুব, শফিকুর রহমান সবুজ, খালেদ সাইফুল্লাহ, মুনাজ উর রহমান, অরূপ পালিত, মাহমুদ হাসান, মিজান মনির, অভিলাষ মাহমুদ, শফিউল বাসার শামু, এম এ মিঠু ও আমজাদ হোসেন প্রমুখ।

মুক্ত আলোচনায় চট্টগ্রাম তরুণ লেখক সংসদের অনেক দিন পর এই মিলনমেলা সবাইকে স্মৃতিকাতর করে। মাসিক নিয়মিত সাহিত্য আড্ডা, লিটলম্যাগ সম্পাদনা, তরুণদের অন্তর্ভুক্তিকরণে জোর দেয়া ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করা হয়।