মানিকছড়িতে প্রান্তিক কৃষক ও কৃষি উদ্যোক্তাদের নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়ির মানিকছড়িতে প্রান্তিক কৃষক ও কৃষি উদ্যোক্তাদের নিয়ে দুইদিনব্যাপী নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

রোববার (২৩ মার্চ) বেলা ১১টায় মানিকছড়ি গভামারা এলাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমন্বিত কৃষি খাতের অর্থায়নে ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কৃষি উন্নয়ন বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রথমদিন স্থানীয় প্রান্তিক পর্যায়ের ২৫ জন কৃষক ও কৃষি উদ্যোক্তা অংশ নেন।

এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান ও আইডিএফের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজমারুল হক। এসময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূর, আইডিএফের সহকারী কৃষি কর্মকর্তা মিথুন দাস ও দর্পন চাপমা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিষমুক্ত শাক-সবজি উৎপাদনে নানামুখী কৌশল, পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমন থেকে ফসল রক্ষার পদ্ধতিসহ ক্ষতিকর কীটনাশক ব্যবহার পরিহার করার বিষয়ে বিশেষ পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও নিরাপদ সবজি উৎপাদনে পারিবারিক পুষ্টি বাগান গড়ার পরিকল্পনা ও গুরুত্ব এবং নানা মৌসুমি ফল পোকামাকড় থেকে রক্ষায় ফ্রুটস ব্যাগ ব্যবহারের নিয়ম ও প্রয়োজনীয়তা সম্পর্কেও বিশেষ আলোচনা করা হয়।