কক্সবাজারের চকরিয়ায় সরকার নির্ধারিত টিসিবি’র ডিলারের গুদাম ও দোকানের তথ্য গরমিলের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে আসলেন টিসিবি’র যুগ্ম পরিচালক ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান শফিকুল ইসলাম।
শনিবার(২২ মার্চ) দুপরে উপজেলার বরইতলী ইউনিয়নের রাস্তার মাথাস্থ(একতাবাজার) নিউ জুবায়ের স্টোর, এবং হারবাং ইউনিয়নের পহরচাঁদা এলাকার নিউ আব্দুল্লাহ সন্সের মুদি দোকান ও গুদাম পরিদর্শন করেন।
গুদাম ও দোকান পরিদর্শন শেষে জানতে চাইলে, টিসিবি’র যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম সন্তুষ্টি প্রকাশ করে জানান, গুদামঘর ও দোকান পরিদর্শনে মাল স্টকের মিল রয়েছে এবং সাইনবোর্ড সহ টিসিবির কাছে দেয়া তথ্যে উল্লেখিত ঠিকানায় নিউ আব্দুল্লাহ সন্স ও নিউ জুবায়ের স্টোরের স্থান মিল রয়েছে ।
তিনি টিসিবি পণ্য বিতরণে ডিলারদের আরও আন্তরিক হওয়ার আহবান জানান।
তদন্তে সাথে ছিলেন সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস, অফিস সহকারী মেহেদী হাসান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নিউ আব্দুল্লাহ সন্স ও নিউ জুবাইর ষ্টোরের মালিক সাজ্জাদ হোসাইন ও অহিদুর রহমান।