মিরসরাইয়ে খেলার মাঠ থেকে ১৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে।
শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার পূর্ব খইয়াছরা এলাকার একটি মাঠ থেকে সাপটি উদ্ধার করে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ।
পরে স্থানীয় বনবিভাগের কর্মীদের সহযোগীতায় অজগর সাপটিকে বনে অবমুক্ত করা হয়েছে।
বনবিভাগের বারৈয়াঢালা রেঞ্জের বিট কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, খোলার মাঠে শিশু কিশোরের দল অজগরটিকে রশি দিয়ে বেঁধে রাখে৷ সেখান থেকে অজগরটি উদ্ধার করা হয়। সাপটি লম্বায় প্রায় ১৬ ফুট৷ ওজন ৩০ কেজি। রেসকিউ টিমের সহযোগীতায় আজগরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে।