জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন’র ১৩২তম জন্মদিবসে ২২ মার্চ (শনিবার) বেলা ৪ ঘটিকায় বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে মাস্টার দার আবক্ষ মূর্তিতে ফুলেল শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য’র সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল।
বিশেষ অতিথি ছিলেন কবিয়াল কল্পতরু ভট্টাচার্য্য, সাবেক প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সহ-সাংগঠনিক সুকান্ত তালুকদার, অপু চৌধুরী, সদস্য সচিব বাপ্পি দে, দপ্তর সম্পাদক জীবন মিত্র রাজ, গোপা ভট্টাচার্য্য, সজল দে, কানুরাম দে প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মাস্টারদা সূর্য সেন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন এবং যৌবনের পুরোটা সময় কারাগারে অতিবাহিত করেছেন। মাস্টারদার জীবনাদর্শে আমরা দেখেছি, তিনি মাতৃভূমিকে শোষণমুক্ত করার জন্য প্রতিবাদ প্রতিরোধে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আজকে আমরা যখন দেখি রাজনীতির নামে দেশের টাকা বিদেশে লুটপাঠ করে নিয়ে যাওয়া হচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক। দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে হলে মাস্টারদা সূর্যসেনের আদর্শ তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা খুবই প্রয়োজন। বক্তারা পরিশেষে বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস ব্যতিত এই দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রতারণার শামিল। তাই পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিপ্লবীদের বিভিন্ন দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।