রাউজানে এক যুবকের লাশ উদ্ধার

শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রাম জেলার ১০ নং র্পুব গুজরা ইউনিয়নের হোয়ারা পাড়া এলাকায় মোবারক খালের পুর্ব পাশে জমিতে পড়ে থাকাবস্থায় এক যুবকের মরদেহ উদ্বার করে পুলিশ ।

গত ২১ মার্চ (শুক্রবার) বিকালে তার লাশ উদ্বার করেন। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেৃরণ করেন পুলিশ। স্থানীয়রা জানান, গত ২১ মার্চ শুক্রবার ভোরে হোয়ারা পাড়া এলাকার টিপু বড়ুয়ার গোয়াল ঘর থেে গরু চুরি করার পর গরু চোর সন্দেহে এই যুবককে জনতা পিটিয়ে হত্যা করে।

গণপিটুনি দিয়ে হত্যা করার পর তার লাশ ুিবলের মধ্যে ফেলে দেয়। জমি থেকে লাশ উদ্বারের পর তার পরিচয় পাওয়া যায়। জমি থেকে উদ্বার করা লাশ হলেন চ্ট্টগ্রাম নগরীর বায়োজিদ থানার প্রয়াত নুরুল আলমের পুত্র রুবেল (৩৫)। পুর্ব গুজরা পুলিশ ফাড়ির ইনচার্জ আবদুল বাতেন বলেন, জনতার গণপিটুনিতে নিহত রুবেলের বিরুদ্বে ডাকাতি, চুরি, অস্ত্র মামলা রয়েছে বলে তত্য পাওয়া গেছে। টিপু বড়ুয়ার গোয়াল গর থেকে গরু চুরি করে নেওয়ার সময়ে গরুটি উদ্বার করা হয়েছে ।