মিরসরাইয়ে বিএনপির তিন সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করায় তারেক রহমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে দলের একাংশের নেতা-কর্মীরা।
বুধবার (১৯ মার্চ) বিকালে মিরসরাই উপজেলা বিএনপি, মিরসরাই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভার আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিলটি বের করা হয়। আনন্দ মিছিল মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে মিরসরাই পৌর সদরের বনফুলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জামশেদ আলম, যুগ্ম আহবায়ক খায়ের উল্ল্যাহ, নুর মোহাম্মদ, ইকবাল হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন কমিশনার, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি নুরুল আলম কমান্ডার, মিরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, মিরসরাই পৌরসভার বিএনপির ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন রশিদ, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাশেদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা শেখ তারিফুল ইসলামসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গতকাল ১৮ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিরসরাই উপজেলা, বারইয়ারহাট পৌরসভা ও মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।