রাউজানে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

শফিউল আলম, রাউজানঃ রাউজানে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে রাউজান পৌরসভা, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের পৃথক আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা’র সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, ডা. জয়িতা বসু, মাওলানা আবু জাফর সিদ্দিকীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।বক্তারা নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বেগম রোকেয়ার আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নির্বাচিত জয়িতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা