চবিতে iDEA এর আয়োজনে “ইউনিভাার্সিটি এক্টিভেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত

দেশের যুব সমাজকে উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়িত ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অ্যাকাডেমির (iDEA) আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় ‘ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়। ‘যুব সমাজকে ক্ষমতায়ন, জাতি গঠনে অংশগ্রহণ’ প্রতিপাদ্যে iDEA-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস (IFESCU) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। অনুষ্ঠান শেষে প্রেজেন্টেশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ গবেষণা, উদ্ভাবনের মাধ্যমে নতুন নতুন জ্ঞান সৃজন করা। আজকের অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের আইডিয়া শেয়ার করার সুযোগ পেয়েছে। আমরা মনে করি, আমাদের শিক্ষার্থীদের গবেষণা করার উদ্ভাবন করার জ্ঞান রয়েছে, তাদের শুধু একটু উৎসাহ দিতে সমর্থন দিতে হবে। একটু সুযোগ পেলেই তারা তাদের মেধা দেখাতে পারবে। আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন ধন্যবাদ জানাচ্ছি।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, আইসিটি ডিবিশনের যুগ্ম সচিব এবং idea প্রজেক্টের ডিরেক্টর মুর্তুজা জুলকার নাইন নোমান, আইসিটি ডিবিশনের উপ-সচিব এবং idea প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম খান, আইসিটি ডিবিশনের এবং idea প্রজেক্টের সিনিয়র কনসালটেন্ট, অপারেশন স্পেশালিস্ট (টিম লিডার) সিদ্ধার্থ গোস্বামী, পুপিল স্কুল বাস লিমিটেডের ফাউন্ডার, সিইও ও চেয়ারম্যান মো. আবদুর রশিদ সোহাগ, চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ।

এই প্রোগ্রামের মাধ্যমে দেশের তারুণ্যকে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়।