সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের এডহক কমিটি অনুমোদনের প্রক্রিয়া চলছে।উপজেলা কমান্ড কাউন্সিল এর এডহক কমিটি গঠনের প্রয়োজন হওয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা কমান্ডের এডহক কমিটি হচ্ছে আহ্বায়ক স্বপন চৌধুরী, যুগ্ম আহাবায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব মিলন কান্তি পাল, সদস্য যথাক্রমে মোহাম্মদ হোছাইন, মইন উদ্দিন চৌধুরী, জানে আলম এবং ইসলাম আহমদ।
ঈদগাঁও উপজেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্বপন চৌধুরী আবেদনটি করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডারের নিকট।
গত ৩০ নভেম্বর তারিখে ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমার নিকট দরখাস্তটি দাখিল করা হয়। যা ইউএনও ওইদিনই জেলা প্রশাসক বরাবর ফরওয়ার্ড করেন। এর আগে বীর মুক্তিযোদ্ধাগণের পক্ষ থেকে গত ১৯ আগষ্ট তারিখে বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ কর্তৃক দাখিলকৃত আবেদন এবং তার মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী কর্তৃক ঈদগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের এডহক কমিটি অনুমোদনের জন্য উপরোক্ত প্রস্তাবনাটি পাঠানো হয়।











