চট্টগ্রামের চন্দনাইশে বাশি ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ১৮ মার্চ ) দুপুরে দোহাজারী পৌর সদর বাজারে মাংস বিক্রেতা আশরাফ আলীকে এই দন্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা। নিয়মিত বাজার মনিটরিং এ মাংস পরীক্ষার সময় দশ কেজি নষ্ট মাংস পাওয়া যায়। নষ্ট মাংসগুলো জব্দ করে ফেলে দেয়া হয়েছে।
এছাড়াও বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৪ দোকানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ে এ অভিযান অব্যাহত থাকবে।