চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানরে জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিল করার ঘটনায় ছাত্রলীগের ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিলের ভিডিও দেখে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার(১৭ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার(১৮ মার্চ) সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের আদালত পাঠায় পুলিশ। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, রোববার(১৬ মার্চ) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার শিকলবাহা এলাকায় এ মিছিল বের করে ছাত্রলীগ।
গ্রেপ্তার হওয়ারা হলেন- নগরীর খুলশী তোলাতলী ২ নম্বর গেট এলাকার আব্দুল শুক্কুরের ছেলে জিহাদ হোসেন, সদরঘাট পশ্চিম মাদারবাড়ির মৃত ইদ্রিস হোসেনের ছেলে মো. রাকিব হোসেন, পাঁচলাইশ হিলভিউ আবাসিক ২ নম্বর গেট এলাকার মোহাম্মদ জালালের ছেলে মো. জলিল আহমেদ রকি ও পাঁচলাইশ মেয়র গলি ২ নম্বর গেট এলাকার মাহবুবুর আলমের ছেলে রেদোয়ান হোসেন হৃদয়।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, নাশকতা সৃষ্টি করতেই তারা হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে গভীর রাতে মিছিল বের করেন। পরে ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়।