‘নিজেরা সচেতনতা তৈরি করতে পারলে পরিবেশ দূষণমুক্ত ও সুরক্ষিত রাখা সম্ভব’

খাগড়াছড়ির মানিকছড়িতে পরিবেশ সুরক্ষা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া। প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্ত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুখীপ্রিয় চাকমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংবাদিক মো. রবিউল হোসেন।

কর্মশালায় বক্তারা পরিবেশ দূষণের বিভিন্ন কারণ তুলে ধরেন এবং এর প্রতিকারে করণীয় সম্পর্কে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে অবৈধ বালু উত্তোলন, অবাধে বৃক্ষ নিধন, কাঠ পোড়ানো, হালদার উজানে তামাক চাষ, অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার এবং যত্রতত্র পলিথিনের ব্যবহারের মতো বিষয়গুলো।

অংশগ্রহণকারীরা বলেন, “পরিবেশ দূষণের জন্য আমরা নিজেরাই দায়ী। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে জানাতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরি করতে পারলে পরিবেশ দূষণমুক্ত ও সুরক্ষিত রাখা সম্ভব।” বক্তারা পরিবেশ সুরক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের উপর জোর দেন।

কর্মশালায় শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় গুরু, প্রকল্পের কর্মকর্তা এবং উপজেলা ও ইউনিয়ন ফোরামের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।