ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এজেন্ট ও লোকাল অবজারভারদের প্রশিক্ষণসহ অর্থসহায়তা দেয়ার আগ্রহ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে এ আগ্রহ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে এসব জানিয়ে সিইসি বলেন, সুন্দর একটি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনও প্রতিজ্ঞাবদ্ধ।
ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দেশের নির্বাচনের কেন্দ্রে বিরোধী প্রার্থীদের এজেন্ট থাকতে না দেয়ার অভিযোগ বেশ পুরনো। আগের কমিশনগুলো এজেন্টদের কেন্দ্রে থাকতে দেয়ার ব্যবস্থা করার কথা জানালেও বাস্তবে এর মিল পাওয়া যায়নি তেমন। আবার প্রার্থীদের অনেক এজেন্টও তার কাজের পরিধি সম্পর্কে ঠিক মতো জানেন না।
রোববার (১৬ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করেন ইইউ রাষ্ট্রদূত। বৈঠকে দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন বিষয়ে সহায়তা করতে আগ্রহ দেখান তিনি। সেখানে পোলিং এজেন্টের বিষয়টিও আলোচনা হয়।
বিগত নির্বাচনগুলোতে এজেন্টরা কেন্দ্রে থাকতে পারতো না, আগামী দিনে পারবে কিনা এমন প্রশ্নে অতীতের সঙ্গে বর্তমান কমিশনকে না মেলানোর পরামর্শ দেন সিইসি।
এর আগে সংবাদমাধ্যমকে বৈঠকের বিস্তারিত জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানান, বৈঠকে মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতির ব্যাপারেই বেশি আলোচনা হয়েছে। এটা কমিশনের সঙ্গে তার দ্বিতীয় বৈঠক।