সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিবে বাক্কো

তথ্যপ্রযুক্তি খাতের অন্তর্ভুক্ত শিল্পগুলোর মধ্যে অন্যতম ‘বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও)’, এই শিল্পের বাণিজ্যিক সংগঠন হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। এই বিপিও শিল্পখাত আন্তর্জাতিক বাজারে সেবা রপ্তানির মাধ্যমে বছরে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আহরণকারী নিয়ত-বর্ধনশীল এক শিল্পক্ষেত্র হয়ে উঠেছে । বিপিও শিল্পে বর্তমানে কর্মরত জনসম্পদের সংখ্যা ৮৫০০০ এর অধিক; যার ৪০ শতাংশই নারী। বাক্কো ২০২৫ সালের মধ্যে বিপিও শিল্পখাতে ১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় তৈরি ও ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিগত বছরগুলোর ন্যায় এ বছরেও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী ফ্রিল্যান্সারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করতে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’ এবং ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)’-এর যৌথ উদ্যোগে “Freelancer to Entrepreneur: Building a Sustainable Growth” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে । সম্পূর্ণ বিনামূল্যে ৩টি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণ করা হচ্ছে, যা আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি।