শুভ জন্মদিন ড. আশরাফ সিদ্দিকী

বিশিষ্ট লোকবিজ্ঞানী ড. আশরাফ সিদ্দিকীর জন্মবার্ষিকী ১ মার্চ।

তিনি ১৯২৭ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়িতে জন্ম নেন। ড. আশরাফ একাধারে কবি, নাট্যকার, জীবনীকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

শিক্ষাজীবন শেষে টাঙ্গাইলের কুমুদিনী কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন ড. আশরাফ সিদ্দিকী। তৎকালীন জগন্নাথ সরকারি কলেজে ও চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া বাংলা উন্নয়ন বোর্ড, বাসসের চেয়ারম্যান ও বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। বাংলা সাহিত্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৮ সালে একুশে পদকসহ দেশ-বিদেশের নানা পুরস্কারে ভূষিত হন ড. আশরাফ।

১৯৬৫ সালে রাবেয়া আপা নামক গল্প দিয়ে গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন। কিন্তু ‘গলির ধারের ছেলেটি’ তাকে গল্পকার হিসেবে প্রতিষ্ঠিত করে। এ গল্প অবলম্বনে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত পরিচালিত ডুমুরের ফুল চলচ্চিত্রটি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ‘তালেব মাস্টার ও অন্যান্য কবিতা’, ‘সাত ভাই চম্পা’, ‘বিষকন্যা’, ‘উত্তরের তারা’, ‘বৃক্ষ দাও, ছায়া দাও’, ‘দাঁড়াও পথিক বর’, ‘সহস্র মুখের ভিড়ে’। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে- ‘রাবেয়া আপা’, ‘গলির ধারের ছেলেটি’, ‘শেষ নালিশ’, ‘লোকসাহিত্য’, ‘লোকসাহিত্য প্রথম খ-’ ও ‘রবীন্দ্রনাথের শান্তি নিকেতন’।

২০২০ সালের ১৯ মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।