হেফাজত ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব, তরুণ প্রজন্মের আইকন শায়খ মুফ্তি আল্লামা হারুন ইজহার চৌধুরী বলেন, দেশে যদি ব্লাসফেমী আইন কার্যকর হতো, তাহলে কথায় কথায় বিভিন্ন স্যোসাল মিডিয়াতে নবী-রাসূল (সাঃ) এর অবমাননা কমে আসত।
দেশে এক শ্রেণীর কুলঙ্গার আছে যারা সর্বদা আল্লাহর রাসূল (সাঃ) এর শান এবং মানে অপমানজনক বক্তব্য দিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা গ্রহণ করেছে। তিনি এসব নবীর দুশমনদেরকে হুশিয়ারী করে দিয়ে সরকারকে ব্লাসফেমী আইন প্রণয়নের জন্য উদাত্ত্ব আহ্বান জানান।
২৮ ফেব্রুয়ারি বাদে জুমা চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ্ মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ২নং গেইট বিপ্লব উদ্যোনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
চট্টগ্রাম উলামা জনতা ঐক্য পরিষদের সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ওলামা জনতা ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ জিহাদুল ইসলাম, সদস্য সচিব আইমান কাছির, মাওলানা সায়াদ, মাওলানা আনাস, মাওলানা আবদুল কাইয়ূম ফতেহপুরী, মাওলানা আশরাফ আদনান, ইয়ার মোহাম্মদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, অবিলম্বে রাখাল রাখাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।