১০ কেজি ৬০০ গ্রাম ওজনের বাঘাইড় বিক্রি হলো ১৬ হাজার টাকায়!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা ও যমুনা নদীর সংযোগস্থলে ধরা পড়েছে ১০ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ। পরে মাছটি প্রায় ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে জেলে লতিফ মোল্লার জালে মাছটি ধরা পড়ে। পরে সকাল ৭ টার দিকে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি নিলামে বিক্রি হয়।

স্থানীয় জেলেরা জানান, শুষ্ক মৌসুম হওয়ায় পদ্মা ও যমুনা নদীর পানি কমে যাওয়ায় অনেকটা নালায় পরিণত হয়েছে। নদীর গভীরে পানি যেখানে আটকা, সেসব স্থানে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।রাজবাড়ী, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ এবং পাবনা অঞ্চলের জেলেরা ওইসব নালায় জাল ও বরশি ফেলে মাছ শিকার করছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তারমোড় এলাকার জেলে লতিফ মোল্লা পদ্মা ও যমুনা নদীর সংযোগস্থল কুশাহাটা এলাকায় জাল ফেলেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে জালে ঝাঁকুনি দিলে বুঝতে পারেন বড় কিছু একটা আটকা পড়েছে। পরে জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান একটি বাঘাইড় মাছ। এরপর বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে মাছটি বিক্রির জন্য আনেন দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়তদার রেজাউল মণ্ডলের ঘরে। সেখান থেকে মাছটি কিনে নেন ফরিদপুর অঞ্চলের এক ব্যবসায়ী।

আড়তদার রেজাউল মণ্ডল বলেন, ‘এই মৌসুমে বাঘাইড় মাছ খুব কম ধরা পড়েছে। প্রায় ১০ কেজি ৬০০ গ্রাম ওজনের এই বাঘাইড়টি আড়তে আনা হলে নিলামে তোলা হয়। এ সময় ফরিদপুরের মোমিনখার হাট এলাকার এক ব্যবসায়ী এক হাজার ৫০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৯০০ টাকায় কিনে নেন। শুনেছি ওই ব্যবসায়ী দুপুরের দিকে কেজি প্রতি প্রায় ১০০ টাকা করে লাভে মাছটি অন্যত্র বিক্রি করেছেন।’