দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং শক্তিশালী প্রসেসরে স্মার্ট ফিচারে ট্যাব আনছে। এই ট্যাব দিয়ে কম্পিউটারের অনেক কাজই করা যাবে। আপকামিং ট্যাবটির মডেল গ্যালাক্সি ট্যাব এস১০ এফই।
নতুন ট্যাবটি গ্যালাক্সি ট্যাব এস৯ এফই-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসতে পারে, যা ২০২৩ সালে বাজারে এসেছিল।
যদিও স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি ট্যাব এস১০ এফই নিয়ে কোনো ঘোষণা দেয়নি, তবে বিভিন্ন সার্টিফিকেশন সাইট এবং স্যামসাংয়ের ওয়েবসাইটে এই ডিভাইসের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ থেকেই বোঝা যাচ্ছে, এটি খুব শিগগিরই বাজারে আসতে পারে।
গিজমো চায়নার এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ এফই ব্লুটুথ এসআইজি ডাটাবেসে তালিকাভুক্ত হয়েছে। তালিকায় একাধিক মডেল নম্বর পাওয়া গেছে, যার মধ্যে SM-X520, SM-X528U, SM-X526B, SM-X526C, SM-X526E, SM-X526N উল্লেখযোগ্য। এর মধ্যে SM-X520 শুধুমাত্র ওয়াই-ফাই মডেল বলে মনে হচ্ছে, অন্যদিকে বাকি মডেলগুলো ৫জি সক্ষম ভ্যারিয়েন্ট হতে পারে।
এই নতুন ট্যাবলেট সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশিত হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এটি এক্সিনোস ১৫৮০ চিপসেট দ্বারা চালিত হতে পারে, যা এর পূর্ববর্তী মডেল গ্যালাক্সি ট্যাব এস৯ এফই-এর এক্সিনোস ১৩৮০ চিপসেটের তুলনায় উন্নত।
এছাড়া, নতুন ট্যাব এস১০ এফই-তে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকতে পারে, যা আগের মডেলের ৮ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় অনেক উন্নত হবে।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ এফই-তে ১০.৯ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রেজুলেশন ১৪৪০x২৩০৪ পিক্সেল এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ডিভাইসটিতে ৮ মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা ভিডিও কল ও সেলফির জন্য উপযোগী।
এই ট্যাবলেটে এক্সিনোস ১৩৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। এটি ৬+১২৮ জিবি এবং ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। কানেক্টিভিটির জন্য ওয়াইফাই ৬, ব্লু্টুথ ৫.৩ এবং ইউএসবি টাইপ সি ২.০ সমর্থন রয়েছে। এছাড়া, ডিভাইসটিতে ৮০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া হয়েছে।