চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ) বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ঘোষণা

কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ মঙ্গলবার (১১ নভেম্বর) মরিয়ম নগর চৌমুনীস্থ মাস্টার কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা আয়োজিত বর্ধিত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সংসদীয় আসন চট্টগ্রাম-৭ (রাংগুনিয়া) এর বৃহত্তর সুন্নী ঐক্যজোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র প্রতীক মোমবাতির প্রার্থী হিসেবে উদীয়মান রাজনীতিবিদ, বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষাবিদ জননেতা এডভোকেট ইকবাল হাসানের নাম ঘোষণা করা হয়। ইতিপূর্বে যদিও দলীয় নেতা-কর্মীরা তার নামে প্রচার প্রচারণা শুরু করে ছিল, কিন্তু দলের পক্ষ হতে আনুষ্ঠানিক ভাবে ঘোষনণা করা হয় মঙ্গলবার (১১ নভেম্বর)।

যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান। উদ্ধোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী প্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রচার সচিব মাস্টার আবুল হোসেন, আইন বিষয়ক সচিব এডভোকেট ইকবাল হাছান, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি অধ্যাপক জামাল উদ্দীন ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব মাওলানা জরিফ আলী আরমান, আ ন ম নাজমুল হোনাইন নঈমী, ড.মাওলানা নাছির উদ্দীন তৈয়্যবী, আলহাজ্ব মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী, উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক মীর মুহাম্মদ হাবিবুল্লাহ, যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ গোলাম কিবরিয়া, উত্তর জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ইশতিয়াক রেজা, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ সভাপতি মুহাম্মদ ইদ্রিস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সহ সভাপতি মাওলানা করিম উদ্দীন নূরী, মুহাম্মদ আকতার হোসেন, কাজী আইয়ুব, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুর রশিদ মাসুদ, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছানাউল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সালাহ উদ্দীন নেজামী, যুবসেনা রাঙ্গুনিয়া (মধ্যম-দক্ষিণ) সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ যুবসেনা রাঙ্গুনিয়া উত্তর সভাপতি শহীদুল ইসলাম খোকন। ছাত্রসেনা রাঙ্গুনিয়া (মধ্যম-দক্ষিণ) সভাপতি মুহাম্মদ শাহে এমরান রনি, ছাত্রসেনা রাঙ্গুনিয়া উত্তর সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ।

বক্তারা বলেন, ধর্ম নিয়ে ভোট বাণিজ্য নয় বরং ধর্মীয় মুল্যবোধ জাগিয়ে তুলতে ইসলামী ফ্রন্ট রাজনীতি করে। তারা বলেন, আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিই না, আবার রোজা-পূঁজা এক সমানও করিনা। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসার জন্য আমাদের রাজনীতি নয়। আমাদের রাজনীতি রাংগুনিয়ার মাটি ও মানুষের কল্যাণের রাজনীতি। তাই মানুষ ব্যালট হাতে মোমবাতি প্রতীকই বেঁছে নেবে।