দীর্ঘ ২৩ মাস পর বান্দরবানের থানচি উপজেলার বাকলাই পাড়ার ১৫টি পরিবারের ৮১ জন সদস্য নিজ বাড়িতে ফিরে এসেছেন। সেনাবাহিনীর যৌথ অভিযানে এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা ফিরে আসতে সক্ষম হন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফদর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, এর আগে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (বম পার্টি) নামক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার কারণে ২০২২ সালের মাঝামাঝি সময়ে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার অধিকাংশ অধিবাসী গ্রাম ছাড়তে বাধ্য হন। সন্ত্রাসীদের চাঁদাবাজি, অন্যায় দাবি এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাধারণ মানুষকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করার আশঙ্কায় বহু পরিবার পাহাড় ও জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হয়।
ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনী মধ্যাহ্নভোজের আয়োজন করে এবং প্রয়োজনীয় রেশন সহায়তা প্রদান করে। পাশাপাশি, পাড়ার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। শিশুদের শিক্ষা কার্যক্রম পুনরুদ্ধারে শিক্ষা উপকরণ বিতরণসহ টিউশন ফি সুবিধাও চালু করা হয়।
পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংগঠনগুলোর অত্যাচারে গ্রামছাড়া পরিবারগুলোকে নিজ ঘরে ফিরিয়ে আনতে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।