কক্সবাজার মেরিন ড্রাইভে পাচারকৃত গাছ রেখে পালাল দুর্বৃত্তরা

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন ঝাউবনে বৃক্ষনিধন যেন থামছেই না । দুর্বৃত্তরা রাতের আঁধারে সুকৌশলে প্রতিনিয়তই কাটছে ঝাউগাছ। রেজুখাল পাড় থেকে ইনানী ব্রিজ পর্যন্ত এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশ ঘেঁষে বেড়ে উঠা সৃজিত বনায়নের গাছ রাতের আঁধারে নিধন করছে দুর্বৃত্তরা।

কাঠ পাচারের খবর পেয় গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মেরিন ড্রাইভ সড়কের নিউ রয়েল হ্যাচারি এলাকায় অভিযান চালিয়ে ২০ ঘনফুট আকাশমনি কাঠ ও ১০ ঘনফুট জ্বালানি উদ্ধার করেছে বন বিভাগের ইনানী রেঞ্জ।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন।

তিনি জানান, কাঠ পাচারের খবর পেয়ে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ ঘনফুট আকাশমণি কাঠ ও ১০ ঘনফুট জ্বালানি জব্দ করা হয়। মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে গাছগুলো কাটা হয়েছিল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কাঠ ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রেঞ্জ অফিসার ফিরোজ জানান, রাতের আঁধারে যারা সৃজিত বনায়নের গাছপালা কাটছে তাদের খুঁজে বের করার জন্য টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন আইনের আওতায় আনা হবে।