খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন জেলার সকল সাংবাদিকরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের পেশাগত মান ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি শাহরিয়ার ইউনুস, সম্পাদক ইশতেয়াক আহমেদ নিপুসহ জেলার গণমাধ্যমকর্মীরা।
সভায় সাংবাদিক নেতারা অভিযোগ করেন, সম্প্রতি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করার পর, চেয়ারম্যানের সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারণা শুরু করেছেন। তারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ জেলার সাংবাদিকরা সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও সংশ্লিষ্ট বিভাগের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সভায় নেতৃবৃন্দ সকল গণমাধ্যমকর্মীকে সহনশীল ও পেশাগত দায়িত্ব পালনে সতর্ক থাকতে এবং গণমাধ্যমের প্রতি অবাধ ও সঠিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান।